সহীহ ইবনু খুযাইমাহ্ (বাংলা অনুবাদ) – rahbibd.com

সহীহ ইবনু খুযাইমাহ্ (বাংলা অনুবাদ)

৳  800.00৳  1,000.00 (-20%)

In stock

গ্রন্থ পরিচিতি:
"সহীহ ইবনু খুযাইমাহ্ " ইমাম আবু বকর মুহাম্মদ বিন ইসহাক বিন খুযাইমাহ্ আস-সুলামী আন-নিশাপুরী (রহঃ) সংকলিত একটি হাদীছ গ্রন্থ, যিনি ২২৩ হিজরী সনের তৎকালীন পারস্যের বর্তমান ইরানের প্রধান নগরী নিশাপুরে জন্ম গ্রহণ করেন। আর ৩১১ হিজরীতে মৃত্যুবরণ করেন।

"সহীহ ইবনু খুযাইমাহ্" এ  ৩,০৭৯টি হাদীছ রয়েছে, যা বিভিন্ন বিষয়ের উপর বর্ণিত, যেমন ওযূ, ছালাত, ছিয়াম, যাকাত  এবং হাজ্জ।

 

 

 

সহীহ ইবনু খুযাইমাহ্ (বাংলা অনুবাদ)

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে সহীহ্ ইবনু খুযাইমাহ্ নববী হাদীসের একটি নির্ভরযোগ্য উৎস-কিতাব। ‘সহীহ্’ নামে হাদীসের কেবল চারটা প্রসিদ্ধ উৎসগ্রন্থ পাওয়া যায়। অর্থাৎ যে হাদীছ গ্রন্থগুলোর নামের আগে ছহীহ্ লাগানো আছে। যেমন
১। সহীহুল বুখারী,
২। সহীহ্ মুসলিম
৩। সহীহ্ ইবনু খুযাইমাহ্
৪। ও সহীহ্ ইবনু হিব্বান।
এগুলোর অন্যতম একটি হলো সহীহ্ ইবনু খুযাইমাহ্।

গ্রন্থ পরিচিতি:
“সহীহ ইবনু খুযাইমাহ্ ” ইমাম আবু বকর মুহাম্মদ বিন ইসহাক বিন খুযাইমাহ্ আস-সুলামী আন-নিশাপুরী (রহঃ) সংকলিত একটি হাদীছ গ্রন্থ, যিনি ২২৩ হিজরী সনের তৎকালীন পারস্যের বর্তমান ইরানের প্রধান নগরী নিশাপুরে জন্ম গ্রহণ করেন। আর ৩১১ হিজরীতে মৃত্যুবরণ করেন।

“সহীহ ইবনু খুযাইমাহ্” এ  ৩,০৭৯টি হাদীছ রয়েছে, যা বিভিন্ন বিষয়ের উপর বর্ণিত, যেমন ওযূ, ছালাত, ছিয়াম, যাকাত  এবং হাজ্জ।

গ্রন্থের গুরুত্ব
আল্লামা জালালুদ্দীন সয়ূতী (রহঃ) ভাষ্যমতে,
সহীহ ইবনে খুযাইমাহ সহীহ ইবনে হিব্বানের থেকে অধিক মর্যাদা পূর্ণ তাঁর সুক্ষ্ম বিশ্লেষণের জন্যে। তিনি এতোটাই সুক্ষ্ম বিশ্লেষণ করতেন যে, সনদে সামান্য সমস্যার কারণেও (হাদীছ) ছহীহ বলা থেকে বিরত থাকতেন।

আল্লামা মুনাব্বী (রহঃ)-এর ভাষ্যমতে,
ইমাম বুখারী (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)-এর পরে যারা বিশুদ্ধ হাদীছ গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তাদের লিপিবদ্ধ গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ (হাদীছ) গ্রন্থ হলো, ‘সহীহ ইবনু খুযাইমাহ’

এরপর
‘সহীহ ইবনু হিব্বান’

এরপর
‘মুসতাদরাকুল হাকেম’।

সুতরাং বুঝতেই পারছেন কতটা বিশুদ্ধ ও গুরুত্বপূর্ণ হাদীছের এই গ্রন্থটি।

তবে হা এই গ্রন্থের সব হাদীছই যে ছহীহ্ বিষয়টি এমন নয় কিন্তু লেখক যথেষ্ট চেষ্টা করেছেন বিশুদ্ধ রাখতে। এ বিষয়ে ছহীহ্ ইবনু খুযাইমাহর বিখ্যাত মুহাক্কিক ডক্টর মুহাম্মাদ মুস্তফা আল-আ’যামী(রহঃ) ভাষ্য হচ্ছে,

‘সহীহ্ ইবনু খুযাইমাহ্ কিতাবটি বুখারী-মুসলিমের মতো নয় যে একথা বলে দেওয়া সম্ভব যে, এ কিতাবের সমস্ত হাদীছই ছহীহ। বরং এর মধ্যে ছহীহর চেয়ে নিম্নপর্যায়ভুক্ত হাদীছও রয়েছে। আবার এই কিতাবে কেবল ছহীহ্ ও হাসান হাদীছই নাই। বরং এর মধ্যে কিছু দুর্বল হাদীছও আছে। তবে ছহীহ্ ও হাসান হাদীছগুলোর সংখ্যার তুলনায় দুর্বল হাদীছগুলোর সংখ্যা খুবই নগন্য। এমনকি দু’একটা বিরল হাদীছ ছাড়া এর মধ্যে বাজে হাদীছ কিংবা খুবই দুর্বল হাদীছ বলতে গেলে খুঁজেই পাওয়া যাবে না।’

গ্রন্থের অনুবাদ
সহীহ্ ইবনু খুযাইমার এমন গুরুত্ব ও মর্যাদার দিকে লক্ষ্য করেই গ্রন্থটির বাংলা অনুবাদ বাংলাভাষী মুসলিম ভাই-বোনদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী। এ ক্ষেত্রে ওয়াহীদিয়া গবেষণা বিভাগ নিরলসভাবে কাজ করে প্রথম খণ্ডের কাজ শেষ করেছে যা ইতোমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। আরও দু’টি খণ্ডসহ মোট তিনটি খণ্ড পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ!

সহীহ ইবনু খুযাইমাহ্ কেন বাংলা ভাষায় অনুবাদ প্রয়োজন হ’ল?

প্রথমত: এই গ্রন্থটি এ পর্যন্ত বাংলা ভাষায় অনুবাদ প্রকাশ হয়নি। যেহেতু গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ হাদীছ গ্রন্থ তাই বাংলা ভাষায় অনুবাদ প্রয়োজন ছিল।
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীই সর্বপ্রথম বাংলা ভাষায় অনুবাদ প্রকাশ করেছে। فلله الحمد

দ্বিতীয়ত: বাংলা ভাষায় অনুবাদের পাশাপাশি এই গ্রন্থে হাদীছের তাহক্বীক্ব ও তাখরীয যুক্ত করা হয়েছে যা মূল গ্রন্থে ছিল না।

তৃতীয়ত: যুগ সচেতন সাধারণ মুসলিম  ত-লিবুল ইলম সবার জন্য মাতৃভাষায় হাদীছের পাঠ ও অনুধাবন সহজ করতে।

পাণ্ডলীপি : ‘সহীহ্ ইবনু খুযাইমাহ্’ এর একটি পান্ডুলীপি তুরস্কের তূপকাপী জাদুঘরে এখনও সংরক্ষিত আছে।

উপসংহার
এছাড়াও আরও বিস্তারিত তথ্য এই গ্রন্থের শুরুতে লিখে দেয়া হয়েছে পড়ে নিতে পারেন।

এই গ্রন্থটি অর্ডার করতে কমেন্ট বক্সে লিঙ্ক দেয়া আছে সেখানে ক্লিক করে অর্ডার করতে পারেন।

 

 

Additional information

Weight 1 kg
Be the first to review “সহীহ ইবনু খুযাইমাহ্ (বাংলা অনুবাদ)”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Rahbibd.com-এ আপনাকে স্বাগতম!                           ♦ কথায় আছে ♦ Time is Money!        ♦ তাই সময় বাঁচান অনলাইনে অর্ডার করুন!                                                                  ♦ ৪৮ ঘন্টায় ডেলিভারি                                                                ♦ ২,০০০৳ মূল্যের কেনাকাটায় ডেলিভারি চার্জ ফ্রি!                                                                 ♦ পণ্য পছন্দ না হলে ফেরত দেয়ার সুযোগ!              

Main Menu

সহীহ ইবনু খুযাইমাহ্ (বাংলা অনুবাদ)

৳  800.00৳  1,000.00 (-20%)

Add to cart